দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নাট্যাঙ্গন মুখর করে রেখেছে নাট্যদল ‘পালাকার’। নানা বিষয়-বৈচিত্র্যে নিরীক্ষাধর্মী নাটক তাঁদেরকে স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। এবার একযুগেরও বেশি সময় পর মঞ্চে ফিরছে দলটির প্রশংসিত প্রযোজনা ‘ডাকঘর’। চলতি সপ্তাহে ৩টি প্রদর্শনীর মধ্যদিয়ে নাটকটির শততম মঞ্চায়ন উদযাপিত হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে ডাকঘর নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আগামী ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা এবং ১৭ অক্টোবর বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন হবে। ডাকঘর নাটকের দৈর্ঘ্য ১ ঘণ্টা ২০ মিনিট। গল্পে দেখা যাবে, শরতে প্রাণের উৎসবে মেতেছে ছেলের দল। এর মাঝেই গগন হরকরার গানে উদাসী সুর বাজে, সঙ্গে বাজে মাধবদত্তের হৃদয়। কবিরাজের চেষ্টা মাধবের হৃদয়কে বাঁধতে পারে না। মুক্তপ্রাণের কলরবকে সঙ্গী করে হাজির হয় ঠাকুরদা। বদ্ধ প্রাণের প্রতি বড়...