ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত— সেটা সবার জানা। তবে তিনি রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির থেকেও মিখেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, কীভাবে মেসি ও রোনালদো তাকে অনুপ্রাণিত করেছে। পিএসজিতে মেসির সঙ্গে দুই মৌসুম খেলেছেন এমবাপ্পে, যদিও তাদের সম্পর্ক ভালো ছিল না বলে শোনা যায়। এই সময়ের অভিজ্ঞতা তার কাছে অমূল্য এবং স্মরণীয় ঘটনা, ‘ক্যারিয়ারে কখনও ভাবিনি মেসির সঙ্গে খেলার সুযোগ পাব। আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলব। মেসির সঙ্গে খেলাটা আমার জন্য সৌভাগ্য। তার থেকে আমি অনেক কিছু শিখেছি এবং আমি তার কাছে ভীষণ কৃতজ্ঞ।’ পিএসজি ছাড়ার পর রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমে ৫৯ ম্যাচে ৪৪ গোল করেছেছেন এমবাপ্পে। দ্বিতীয় মৌসুমে মাত্র ১০ ম্যাচে করেছেন ১৪ গোল। মেসির সঙ্গে খেললেও রোনালদোকেই এখনো আদর্শ মেনে চলেন...