আফগানিস্তানের সামনে আজ হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নামবে বাংলাদেশ। সিরিজ হারের কারণে বাংলাদশের ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে অনেকটা শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রথম দুই ওয়ানডে হারের পর এবার নিজেদের মান বাঁচানোর লড়াইয়ের আগে আশার বাণী শুনিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রিশাদ জানিয়েছেন বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। সেই সঙ্গে এই লেগ স্পিনার আরও মন্তব্য করেছেন, যেদিন বাংলাদেশ সব জায়গায়(ব্যাটিং,বোলিং,ফিল্ডিং) এক সঙ্গে পারফর্ম করবে সেদিন ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কেউই দাঁড়াতে পারবে না। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথম দুই ওয়ানডে হেরেছে মেহেদী হাসান মিরাজরা। দুই ম্যাচেই ব্যাটসম্যানরা রশিদ খানের স্পিন সামলাতে হিমশিম খেয়েছে। তবে লেগ স্পিনার রিশাদ হোসেন স্পষ্ট জানিয়েছেন বাংলাদেশ যখন ঘুরে দাঁড়াবে তখন বড় দলগুলোও পাত্তা পাবে না, ‘আমাদের...