বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাদপ্রতিম সংগীতগুরু লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম ও আব্বাসউদ্দীন আহমদের কালজয়ী গানগুলোর সঙ্গে যুক্ত হবে আইয়ুব বাচ্চুর গানও। আর সেগুলো পরিবেশন করবেন ইমন চৌধুরী ও তার দল বেঙ্গল সিম্ফনি। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন অনি হাসান ও ডি রকস্টার’খ্যাত তারকা শুভ। ইমন চৌধুরী বেইজিং থেকে বলেন, ‘বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ ঘটনা। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আয়োজনে প্রায় ৫০ দেশের কূটনৈতিক ব্যক্তিরাও থাকবেন বলে আশা করছি। তাই বিশ্ব দরবারে বাংলা গান তুলে ধরার এ এক বিশাল সুযোগ। আমরা সেটা করতে চাই।’ তিনি জানান, তার...