১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম আসন্ন দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) সম্মেলনে থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আগামী ২৩ অক্টোবর ছয় দিনব্যাপী ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন শুরু হবে। শেষ হবে ২৮ অক্টোবর। সম্মেলনের মাঝে ২৬ অক্টোবর ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে ট্রাম্পের উপস্থিত থাকার খবরে কুয়ালালামপুরে গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ থেকে আসিয়ান সম্মেলনে ট্রাম্পের উপস্থিতি বাতিলের দাবি ওঠে। মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডোনাল্ড ট্রাম্প থাইল্যান্ড-কাম্বোডিয়ার শান্তিচুক্তির সাক্ষী হতে উদগ্রীব। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) শীর্ষ সম্মেলনের একটি পার্শ্ব ইভেন্টে। তবে চুক্তির...