১৪ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বেলফাস্টের উইন্ডসর পার্কে সোমবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ ব্যাবধানে জিতেছে জার্মানি। ম্যাচের ৩১তম মিনিটে একমাত্র গোল করেন নিক ভল্টামাডা। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছিল জার্মানি। শক্তির বিচারে জার্মানি অনেক এগিয়ে থাকলেও তাদের খেলায় সেই ছাপ ছিল না। দুই দল মিলিয়ে প্রথমার্ধে এই একটি শট লক্ষ্যে রাখতে পারে। সব মিলিয়ে ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল রেখেও ১১টি শট নিয়ে স্রেফ দুটি লক্ষ্যে রাখতে পারে জার্মানরা। বিপরীতে ১২টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখে নর্দান আয়ারল্যান্ড। তবে জালের দেখা পায়নি তারা। গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে ২-০...