ফলটা অনুমিতই ছিল। দিল্লি টেস্টের শেষ দিনে মাত্র এক ঘণ্টার কিছু বেশি সময় ও আরও দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ১২১ রানের লক্ষ্য তাড়া করলো ভারত। পেলো ৭ উইকেটের সহজ জয়। এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ৬১.৯ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে তারা। এটি ছিল ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিলের অধিনায়কত্বে প্রথম টেস্ট সিরিজ জয়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-২ ড্র করেছিল তার দল। শেষ দিনে ভারতের দরকার ছিল মাত্র ৫৮ রান। ১ উইকেটে ৬৩ রান নিয়ে দিন শুরু করা ভারত শাই সুদর্শন (৩৯) আর শুভমান গিলের (১৩) উইকেট হারালেও লোকেশ রাহুল সহজ জয় নিশ্চিত করেন। ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। সংক্ষিপ্ত...