দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এবারের বৃদ্ধি রীতিমতো রেকর্ড ভাঙা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, এক দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৬১৮ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম সমন্বয় করতে হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে। এর আগে ৮ অক্টোবর ভরিতে ৬,৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম...