ব্যাংক অব আমেরিকা নতুন পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, যেখানে গড় দাম দাঁড়াবে ৪ হাজার ৪০০ ডলার। রুপার দামও আউন্সপ্রতি ৬৫ ডলারে উন্নীত হতে পারে, গড় দাম হবে ৫৬ দশমিক ২৫ ডলার। ব্যাংকটি জানায়, স্বল্পমেয়াদে দামে কিছুটা ওঠানামা হতে পারে, তবে আগামী বছরে উভয় ধাতুর দাম আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, হোয়াইট হাউসের অপ্রচলিত অর্থনৈতিক নীতি কাঠামো স্বর্ণবাজারের পক্ষে কাজ করছে। সরকারের রাজস্ব ঘাটতি, ঋণ বৃদ্ধি, চলতি হিসাব ও মূলধন প্রবাহ নিয়ন্ত্রণের প্রচেষ্টা এবং প্রায় ৩ শতাংশ মুদ্রাস্ফীতি ধরে রাখতে সুদের হার কমানোর উদ্যোগ—সব মিলিয়ে স্বর্ণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। গত সপ্তাহে প্রথমবারের মতো স্পট স্বর্ণের দাম ৪ হাজার ডলারের সীমা অতিক্রম করে। চলতি বছর এখন পর্যন্ত...