পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। মনে যাই থাকুক না কেন, যে দলকেই সমর্থন করি না কেন সেটা প্রকাশ করা যাবে না। নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দেন। ডিএমপি কমিশনারের বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায়, থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার আধা ঘণ্টার মধ্যে তদন্ত শুরু করতে হবে। ইতোমধ্যে এ বিষয়ে মনিটরিং শুরু করেছে ডিএমপির সদর দপ্তর। যথাসময়ে জিডির তদন্ত শুরু না করলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কমিশনার জানান, গত কয়েকটি জাতীয় সংসদ নির্বাচন ছিল প্রহসনের। গত তিনটি নির্বাচনকে আসলে নির্বাচন বলা যায় না। তাই এবার...