মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা ঢাকা কলেজ মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া শিকষার্থীরা জানান, ‘আমাদের ঢাকা কলেজের অস্তিত্ব নষ্ট করার মতো কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেবো না। সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী নুরুজ সাফা বলেন, গতকাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেওয়ার পর ইন্টারের কিছু শিক্ষার্থীর উপর হামলা করা হয়। এরকম হামলা হবে আমরা কখনো আশা করি নাই। তারা বলেছেন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা নাকি তাদের উপর চালিয়েছি। কিন্তু সেখানে অনার্সের চার থেকে পাঁচশত শিক্ষার্থী থাকার পরে দুই তিনজন...