মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কলেজের হল পাড়া প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এ বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় তারা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শিক্ষা নিয়ে সিন্ডিকেট মানি না মানবো না, শিক্ষা সিন্ডিকেটের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, শিক্ষক না লজ্জা? লজ্জা লজ্জা,অবৈধ কর্মবিরতি মানি না মানবো না, আজকের পরীক্ষা নিতে হবে নিতে হবে, পা ভেঙ্গেছে আমাদের দুঃখ কেন তাদের পরিকল্পিত সেশনজট মানি না মানবো না ইত্যাদি স্লোগান দেয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন,‘আমরা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে রাজনীতি বা প্রশাসনিক জটিলতা চাই না। আমাদের দরকার ক্লাস, দরকার শিক্ষা। কর্মবিরতির কারণে সিলেবাস অসম্পূর্ণ থেকে যাচ্ছে, পরীক্ষার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে। এতে তাদের একাডেমিক জীবন ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ ঢাকা কলেজের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ...