মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তারা সেখানে ব্যানার-প্ল্যাকার্ড হাতে অধ্যাদেশ সংশোধনের দাবিতে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শাখা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে দেশের অন্যতম প্রাচীন এই শিক্ষাপ্রতিষ্ঠানের শত বছরের ঐতিহ্য নষ্ট হবে বলে মনে করেন তারা। এর আগে সোমবার ঢাকা কলেজে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর প্রস্তুতির সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ‘দালাল’ মন্তব্যের অভিযোগে এক শিক্ষার্থীকে শিক্ষকরা ধরে কমনরুমে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে আনেন। এসময় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরাও স্নাতকের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়ান। বুয়েট শিক্ষার্থী শহীদ...