এআই ল্যাপটপ বলতে এমন ল্যাপটপকে বোঝায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রসেসিংয়ের জন্য বিশেষ হার্ডওয়্যার ও সফটওয়্যার ফিচার যুক্ত থাকে। সাধারণ ল্যাপটপের চেয়ে এটি অনেক বেশি ‘স্মার্ট’ এবং ‘অটোমেটেড’ কাজ করতে সক্ষম। তেমননি নতুন ল্যাপটপ বাজারে এনেছে বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট। তাদের ২০২৫ সালের এআই ল্যাপটপ লাইনআপে নতুন সংযোজন হিসেবে অ্যারো এক্স১৬ এবং গেমিং এ১৬ মডেল আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে। এর আগে, প্রতিষ্ঠানটি অরোস মাস্টার ১৮ এবং অরোস মাস্টার ১৬ মডেল বাজারে এনে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন এই ল্যাপটপ দুটি গেমার, হাইব্রিড ব্যবহারকারী এবং ক্রিয়েটরদের চাহিদা পূরণের লক্ষ্যে তৈরি করা হয়েছে। নতুন ল্যাপটপ দুটিতে রয়েছে সর্বাধুনিক এনভিডিয়া (আর) জিফোর্স আরটিএক্স (টিএম)৫০ সিরিজ ল্যাপটপ জিপিইউ, যা সর্বশেষ ব্ল্যাকওয়েল আর্কিটেকচার এবং ডিএলএসএস ৪ প্রযুক্তি সাপোর্ট করে। অ্যারো এক্স১৬ মডেল সর্বোচ্চ ৮৫ ওয়াট...