ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন প্রবীণ অভিনেতা আন্নু কাপুর। তার বক্তব্যকে ‘অশ্লীল’ ও ‘অবমাননাকর’ বলে মন্তব্য করেছেন নেটিজেনরা। কয়েক দিন আগে শুভঙ্কর মিশ্রার পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন আন্নু কাপুর। এ অনুষ্ঠানে তামান্নার‘আজ কি রাত’গানটি তাকে দেখান সঞ্চালক। গানের ভিডিও দেখেই আন্নু কাপুর বলেন—“কী সুন্দর, দুধের মতো গায়ের রং।”আরো পড়ুন:কানতারা টু: ১০ দিনে আয় ৭৫৮ কোটি টাকাতৃষার বিয়ে? তারপর সঞ্চালক আন্নু কাপুরকে জানান—তামান্না বলেছেন, “এই গান শুনে ছেলে-মেয়েরা ঘুমিয়ে পড়ে।” তার এই ভাইরাল বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী? এই প্রশ্নের উত্তরে আন্নু কাপুর বলেন, “কোন বয়সের বাচ্চারা ঘুমিয়ে যায়? ৭০ বছরের বাচ্চাও তো হতে পারে?” কটাক্ষের সুরে আন্নু কাপুর বলেন, “আমাদের বোন তার গানের সুর, তার দুধের মতো মুখ-শরীর দেখিয়ে বাচ্চাদের ঘুম...