বিনোদস ডেস্ক: বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান নামের সঙ্গেই জড়িয়ে বিতর্ক। ইন্ডাস্ট্রিতে তিনি যেমন অনেকের ক্যারিয়ার তৈরি করেছেন তেমনই তাঁর সঙ্গে ঝগড়া ঝামেলায় শেষ হয়ে গেছে অনেকের ক্যারিয়ারও। এরমধ্যে অন্যতম চর্চিত বিষয়, সালমান খানের সঙ্গে অরিজিত্ সিংয়ের মনোমালিন্য। যার জেরে সালমানের সিনেমা থেকে বাদ পড়ে অরিজিতের গানও। দীর্ঘ ১১ বছর পর সেই সমস্যা নিয়ে মুখ খুললেন বলিউডের ভাইজান।.এই মনোমালিন্যের শুরু ২০১৪ সালের স্টার গিল্ড অ্যাওয়ার্ডস-এর মঞ্চে। অরিজিৎ সিং, তখন সবেমাত্র তাঁর গান ‘তুম হি হো’-এর জন্য রাতারাতি খ্যাতি পেয়েছেন আর পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন। একটানা শো করার কারণে দৃশ্যত ক্লান্ত অরিজিৎ মঞ্চের সঞ্চালকদের — যাঁদের মধ্যে একজন ছিলেন সালমানও অভিবাদন জানান তাঁকে। সালমান রসিকতা করে তাঁকে জিজ্ঞেস করেন, “ঘুমিয়ে পড়েছিলে?”। অরিজিৎ এই প্রশ্ন শুনে হেসে উত্তর দেন, “আপনারাই তো আমাকে...