১৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম বহু বছর ধরে দেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, পর্যটন ও দর্শনীয় স্থানগুলোতে গিয়ে ধারণ করা হয় বিটিভির জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। সেই ধারাবাহিকতায় ইত্যাদি এবারের পর্ব ধারণ করা হয় কুড়িগ্রামের উলিপুরে। পর্বটি প্রচারের আগেই কুড়িগ্রামের ভাওয়াইয়া শিল্পীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভাওয়াইয়াশিল্পী শফি ভাওয়াইয়া। গত রোববার (১২ অক্টোবর) স্যোশাল মিডিয়ায় এক পোস্টে অভিযোগ তুলে শফি লেখেন, ‘কুড়িগ্রাম ভাওয়াইয়ার সূতিকাগার, এই জেলার মাটিতে জন্ম নিয়েছেন ভাওয়াইয়ার মুকুট অনন্ত কুমার দেব, শফি ভাওয়াইয়া, পঞ্চানন রায়, ভূপতি ভূষণ বর্মা, জাহাঙ্গীর হোসেন জেহাদ, পারুল রায়, মাহবুবা আক্তার দয়া, মদন মোহন, নাজমুল হুদার মতো অসংখ্য জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ শিল্পী ও গবেষক।’ শফি আরও লেখেন, ‘এই...