আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভাবিত সাফল্য অর্জন করলেও নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে। আজ মঙ্গলবার ওয়ানডে সিরিজে লজ্জাজনক হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে বাংলাদেশ আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে ১০৯ রানে গুটিয়ে বাংলাদেশ হারে ৮১ রানে। যার ফলে আফগানিস্তান ২–০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। অথচ তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ ওয়ানডে সিরিজে নেমেছিল। সেটা পূরণ হয়নি ব্যাটিং ব্যর্থতায়। মূলত বেপরোয়া ব্যাটিংই তাদের ব্যর্থতার প্রধান কারণ। অবশ্য আফগানিস্তান সিরিজের আগেই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। আফগানিস্তানের বিপক্ষে টানা দুই হারে বাংলাদেশ...