নিহত ৪৫ বছর বয়সী জাহিদুল ইসলাম ওই গ্রামের এসএম আবু বক্করের ছেলে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন জাহিদুলকে হত্যা করেছে বলে তার পরিবার অভিযোগ করেছে। তার মরদেহের ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, “শিবপুর গ্রামের নিজ বাড়িতে জাহিদুলকে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে রেখে পালিয়ে যায়। “পরে বাড়ির সদস্যরা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে...