ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের একটি বেঞ্চ এই আদেশ দেন।এর আগে, ৬ অক্টোবর পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যাসহ জুলাই ও আগস্ট মাসে সংঘটিত একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।মামলার অপর তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, জেলা সেক্রেটারি আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আতা।নিউজজি/এস আর ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামিকে আদালতে হাজির...