নিজস্ব প্রতিবেদক : আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনিকে বিয়ে করে ফের আলোচনায় এসেছেন অভিনেতা ও উপস্থাপক মো. সিদ্দিক। তাদের বিয়ের ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে সিদ্দিকের আগের সংসারের সন্তানের ছবি ছড়িয়ে দিয়ে অনেকেই সহানুভূতি প্রকাশ করছেন, এবং তনির দিকেই আঙুল তুলছেন। এ নিয়ে অবশেষে মুখ খুলেছেন সিদ্দিক। ১৩ অক্টোবর নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন—“তনি এখন আমার স্ত্রী… কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যেভাবে অনুমান ও ট্রল হচ্ছে, তা অনুচিত।” তিনি আরও জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে ৬ বছর আগে (২০১৯ সালে)। প্রাক্তন স্ত্রী এখন অন্যত্র জীবনে স্থিত। “আমার সন্তানেরা নাবালক, তাদের গোপনীয়তা রক্ষা করা উচিত। তাদের কোনো অনলাইন বিতর্কে জড়ানো ঠিক না,”—বলেছেন সিদ্দিক। সিদ্দিকের ভাষ্য,“আমি ও তনি দুজনেই প্রাপ্তবয়স্ক, আইনসম্মতভাবে নতুন জীবন শুরু...