ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন উপলক্ষে ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবে অবতরণের পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে উষ্ণ সংবর্ধনা পান তিনি তবে ইসরায়েলের পার্লামেন্ট (নেসেট) বক্তব্য রাখতে গিয়ে চরম অপমানজনক এক পরিস্থিতির শিকার হয়েছেন ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। প্রতিবেদন অনুযায়ী, এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তাকে স্বাগত জানান বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর পূর্ব ঘোষণা অনুযায়ী, ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে যান ট্রাম্প। কিন্তু, তিনি ভাষণ শুরু করতেই হট্টগোল বেঁধে যায় নেসেটে। ট্রাম্পের বক্তৃতা থামিয়ে প্রতিবাদ জানান আইনপ্রণেতা আয়মান ওদেহ। ট্রাম্পের ভাষণের মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ উঁচুতে...