নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা নাকি সেফ এক্সিট খুঁজছেন—এমন বিস্ফোরক অভিযোগ এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামের। তার দাবি, কারা কোন দলের সঙ্গে হাত মিলিয়ে ‘নিরাপদে সরে পড়তে’ চাইছেন, তাদের নামের সম্পূর্ণ তালিকা এনসিপি প্রকাশ করবে। এক বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ বলেন—"উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন।" তার এই বক্তব্যের পরপরই নেটদুনিয়ায় আলোচনা-সমালোচনার ঝড়। ভাইরাল হয়েছে মন্তব্য ও গ্রাফিক্স।এ নিয়ে রিজওয়ানা হাসান, আসিফ নজরুলসহ অন্তত ৫ জন উপদেষ্টা প্রকাশ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন যুগান্তরকে বলেন—“নাহিদ ইসলাম নিজেই উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ভেতর থেকে অনেক কিছু দেখেছেন।” ছাত্র নেতৃত্বকে বাদ দিয়ে যেভাবে পর্ষদ গঠন হয়েছে, তা নিয়ে দলের ভেতরেও অসন্তোষ। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন,“শুধু বিশেষ একটি দলকে ক্ষমতায় বসাতেই রক্ত...