সোমবার রাতে বিশাখাপত্তনমে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা মন্থর গতিতে। উদ্বোধনী জুটিতে উঠেছে ৫৩ রান। সে জন্য খেলেছে ১৬ ওভার। রুবিয়া হায়দার ২৫ রান করেছেন ৫২ বলে। ফারজানার ৩০ রান এসেছে ৭৬ বলে। দলীয় একশ' এসেছে ৩০ ওভারে। ৪০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ১৫০। তৃতীয় উইকেটে অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের ৭৭ রানের জুটি। ৪২ বলে ৩২ রান করে সাঁজঘরে ফেরেন নিগার। শারমিন পেয়েছেন হাফসেঞ্চুরি। ৭৭ বলে ছয় চারে করেছেন ঠিক ৫০। তবে প্রোটিয়া নারীদের ওপর ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। উইকেটে নেমেই তার ব্যাটে চার ছক্কার ফুলঝুড়ি। সপ্তম উইকেটে ঋতু মনির সাথে মাত্র ১৮ বলের অবিচ্ছিন্ন জুটিতে ৩৭ রান। তিনটি করে চার ও ছক্কায় ৩৫ বলে স্বর্ণা করেছেন অপরাজিত ৫১। যা বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম ফিফটি। ৮ বলে ঋতু...