নিজস্ব প্রতিবেদক : কখনো কি ভেবেছেন, আপনি হয়তো পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন?হ্যাঁ, এক হাদিসে এমনটাই বলেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। জীবনে অনেক সময়েই হতাশা ঘিরে ধরে—অন্যের চেয়ে কম পাওয়া, কষ্টের মুহূর্ত, ভাঙা মন। মনে হয়, কেন শুধু আমার সঙ্গেই এমন হচ্ছে? অথচ ইসলাম আমাদের শেখায়—সব পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতে এবং তাঁর দেওয়া নিয়ামতের কদর করতে। রাসুল (সা.) এক হাদিসে বলেছেন:"যে ব্যক্তি নিরাপদে সকালে জেগেছে, সুস্থ দেহে আছে, এবং তার কাছে একদিনের খাবার মজুত রয়েছে—সে যেন দুনিয়ার সমস্ত সম্পদের অধিকারী হয়েছে।"(তিরমিজি: ২৩৪৬, ইবনু মাজাহ: ৪১৪১) অন্য এক হাদিসে (বুখারি: ৬৪৯০) বলা হয়েছে,"যখন তোমরা এমন কাউকে দেখো, যার অর্থ-বিত্ত বেশি, তখন তার চেয়ে কম ভাগ্যবানদের দিকে...