যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান সংবাদমাধ্যম পেন্টাগনের নতুন সাংবাদিকতা নিয়ন্ত্রণ নির্দেশিকা প্রত্যাখ্যান করেছে। তারা এই নিয়মকে সংবিধানবিরোধী বলে উল্লেখ করেছে। প্রতিরক্ষা বিভাগ গত সেপ্টেম্বরে একটি স্মারকে এই নির্দেশিকা জারি করে। তাতে বলা হয়, পেন্টাগনের প্রেস ক্রেডেনশিয়াল ধরে রাখতে হলে সংবাদকর্মীদের একটি শপথপত্রে স্বাক্ষর করতে হবে। এতে তাদের অঙ্গীকার করতে হবে যে, তারা অননুমোদিত স্পর্শকাতর তথ্য যার মধ্যে অশ্রেণীবদ্ধ দলিলও রয়েছে-প্রকাশ করবে না। মিডিয়ার তীব্র প্রতিক্রিয়ার পর গত সপ্তাহে এই নির্দেশিকার ভাষা পরিবর্তন করা হয়। সংশোধিত ভাষায় সাংবাদিকদের কেবল নতুন নিয়মগুলো ‘স্বীকার’ করতে বলা হয়। তবে অনেক সংস্থা এই সংশোধনীতেও সন্তুষ্ট নন। এনপিআর, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউইয়র্ক টাইমস, সিএনএন, রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি প্রধান সংস্থা সাম্প্রতিক এক বিবৃতিতে বলেছে, তারা এই নতুন নিয়ম মেনে নেবে না। তাদের যুক্তি, এই...