বিশ্বকাপ বাছাইপর্ব শেষে অক্টোবর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। ইতোমধ্যে অনুষ্ঠিত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রধান তারকা লিওনেল মেসিকে খেলাননি কোচ লিওনেল স্কালোনি। অবশ্য ম্যাচের আগেই তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন। জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে জিতেছিল আলবিলেস্তেরা। আগামীকাল (বুধবার) তাদের প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। এই ম্যাচ দিয়ে মেসির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। টানা খেলার ধকল থেকে মুক্তি পেতে বিশ্রাম দরকার ছিল ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন মহাতারকার। আবার মেজর লিগ সকারে (এমএলএস) গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে ফ্লোরিডার ক্লাবটির। ফলে মেসিকে তাদের ম্যাচগুলোয় খেলানো গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের ২৪ ঘণ্টার ব্যবধানেই এমএলএসে খেলতে নামে মায়ামি। জাতীয় দলের ম্যাচে না খেলায় একই শহরে অবস্থান করা মেসির পরদিন মায়ামির হয়ে নামতে অসুবিধা হয়নি। জোড়া গোলে তিনি তিনি দলকে জিতিয়েছেনও। মায়ামির চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় কাল ভোর...