ক্লাবের দায়িত্ব পালন করা আপাতত শেষ। লিওনেল মেসি ফিরেছেন জাতীয় দলের অনুশীলনে। তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে তিনি মাঠে নামবেন কি না, নিশ্চিত নয় এখনও। কোচ লিওনেল স্কালোনি জানালেন, মেসির সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। গত শুক্রবার ভেনেজুলেয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ম্যাচে খেলেননি মেসি। যদিও ম্যাচের আগে দলের অনুশীলনে ছিলেন তিনি। তবে জাতীয় দল আর ক্লাবের ম্যাচের টানাপোড়েনে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ পর্যন্ত জাতীয় দলের প্রীতি ম্যাচ বাদ দিয়ে তিনি বেছে নেন ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ ম্যাচ। আর্জেন্টিনার ম্যাচের পরদিনই ইন্টার মায়ামির সেই ম্যাচে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন তিনি। আর্জেন্টিনার পরের ম্যাচটি মায়ামির মাঠ ফোর্ট লডারডেলের চেইস স্টেডিয়ামেই। ক্লাবের ম্যাচের পর জাতীয় দলের সঙ্গে অনুশীলনও করছেন মেসি। তিনি দলে যোগ দেওয়ায় ম্যাচকে ঘিরে উন্মাদনা যে বেড়ে...