হিন্দি ওটিটিতে আসছে দুই নতুন গল্প। একদিকে ন্যায়-অন্যায়ের সীমারেখা টেনে দিচ্ছে ‘ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’, অন্যদিকে সমাজের বিবেক নাড়িয়ে দিচ্ছে ‘সন্তোষ’। আগামী ১৭ অক্টোবর মুক্তি পেতে চলা এই দুই সিরিজে একসঙ্গে মিশেছে অপরাধ, নৈতিকতা ও মানবতার টানাপোড়েন। দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রুদ্ধশ্বাস যাত্রা। যেখানে সত্যের মুখোশ খুলে যাবে, আর প্রশ্ন উঠবে, কে আসলে রাক্ষস, আর কে মানুষ।ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষসঅক্ষয় শের-এর পরিচালনায় নির্মিত ‘ভগবৎ চ্যাপ্টার ওয়ান: রাক্ষস’-এ দেখা যায় ইন্সপেক্টর বিশ্বাস ভগবৎ (আরশাদ ওয়ারসি)-কে, যিনি পুনম নামে এক তরুণীর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছেন। তদন্তের একপর্যায়ে তিনি আবিষ্কার করেন, একই ধরনের একাধিক ঘটনা স্থানীয় এক পতিতাবৃত্তি চক্রের সঙ্গে জড়িত। তদন্তের সূত্র ধরে তার দেখা হয় সমীরের (জিতেন্দ্র কুমার) সঙ্গে। যিনি একজন কলেজ প্রভাষক, যার গোপনে লুকিয়ে আছে এক...