যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে আগ্রহ প্রকাশ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলগামী এয়ার ফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। ট্রাম্প বলেন, ‘আমি শুনেছি, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এখন যুদ্ধ চলছে। আমি যখন ফিরব, তখন বিষয়টি দেখব। জানেনই তো, আমি যুদ্ধ মেটাতে পারি, শান্তি স্থাপনেও ভালো।’ ভারত-পাকিস্তান সংঘাতসহ বিশ্বে প্রায় আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। চীনও দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে ‘গঠনমূলক ভূমিকা’ রাখার আগ্রহ জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার এক বিবৃতিতে বলেন, আমরা সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং আশা করছি, পরিস্থিতি দ্রুত শান্ত হবে। একই দিনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসলামাবাদ ও কাবুলকে সংযম প্রদর্শনের...