মিড অন দিয়ে জোমেল ওয়ারিকনকে চার মারলেন ভারতের লোকেশ রাহুল। তাতেই নিশ্চিত হলো ভারতের ৭ উইকেটের জয়। এই জয়ে শুভমান গিলের মুকুটে যোগ হলো আরও একটি পলক। ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে গিলের নেতৃত্বাধীন ভারত। দেশটির টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতলেন গিল। ঘরের মাঠে ২৯৬ টেস্টে ভারতের এটি ১২২তম জয়।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ম্যাচটা তিন-চার দিনের মধ্যেই শেষ করতে পারত। তেমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। কিন্তু সোমবার (১৩ অক্টোবর) চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে দশম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস। ১২১ রানের লক্ষ্যে নেমে গতকাল অর্ধেকের বেশি সেরে রেখেছিল ভারত। বাকি কাজ সারতে মঙ্গলবার (১৪ অক্টোবর) পঞ্চম দিনে ভারতের লেগেছে কেবল ৬১ মিনিট।আগের দিনের এক উইকেটে ৬৩ রান নিয়ে খেলতে নামেন রাহুল...