বিশ্ববাজারে প্রতিদিন ওঠানামা করছে স্বর্ণের দাম। এক দফা কমলে ১০ দফা বাড়ার কারণে এ দাম সর্বকালের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সোমবার (১৩ অক্টোবর) বিশ্ববাজারের সর্বশেষ আপডেটে রয়টার্স জানায়, স্পট স্বর্ণের দাম ২.২% বেড়ে প্রতি আউন্স ৪,১০৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে। ডিসেম্বরের জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ৩.৩% বেড়ে ৪,১৩৩ ডলারে স্থির হয়েছে। তবে আর কতক্ষণ এ দামে স্বর্ণ বিক্রি হবে তা বলা মুশকিল। এ অনিশ্চয়তার চাপে বাড়ছে রুপার দামও।এরই মধ্যে নতুন করে বাজার অস্থিতিশীল হওয়ার আভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা। তাদের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর স্বর্ণের দাম আরও বাড়বে। সে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে রুপার দামও।ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার কৌশলবিদ ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের দাম সহজেই তার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রাখতে পারে। ২০২৬ সালের শেষ নাগাদ আমরা ৫,০০০ ডলারেরও বেশি দাম...