১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতের অভিযান চালিয়ে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা সাভারের তুরাগ এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। ঘটনার পর সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলে মামলাটির তদন্ত শুরু করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযান চালিয়ে রাতের মধ্যে নয়জনকে গ্রেফতার করা হয়। এসময় ২৫ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।...