ঢাকা: জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে মাছল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।সেনাবাহিনীর জারি করা বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর পুলিশের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় সেনাবাহিনীর টহলদল সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ‘সন্ত্রাসীদের’ চ্যালেঞ্জ জানায়। এতে তারা নির্বিচারে গুলি চালালে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলিতে দুই অনুপ্রবেশকারী নিহত হয়।দেশটির সেনা কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে এবং সীমান্ত ঘেঁষা অঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে শীতকাল শুরুর প্রেক্ষাপটে সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্কতা...