চলচ্চিত্রের পর্দায় কিংবা আন্তর্জাতিক ক্যাটওয়াকের র্যাম্পে-যেখানেই দাঁড়ান না কেন, আত্মবিশ্বাসই যেন তার অলংকার। বলছি জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা। বাংলাদেশের সেই কন্যা, যিনি একাধারে অভিনেত্রী, মডেল, আইনজীবী, টেলিভিশন উপস্থাপক এবং নারীশক্তির প্রতীক। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার জীবনের সেই পথচলা, যেখানে প্রতিটি ধাপই অনুপ্রেরণার একেকটি অধ্যায়। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে খুলনায় জন্ম নেওয়া পিয়ার শৈশবটা ছিল খুবই সাধারণ। কিন্তু তার স্বপ্ন কখনও ছোট ছিল না। পরিবার থেকে শক্ত প্রেরণা পেয়েছিলেন-নিজেকে তৈরি করার, নিজের পরিচয় গড়ে তোলার। স্কুলজীবন থেকেই আত্মবিশ্বাস ও উপস্থাপনা দক্ষতায় তিনি ছিলেন আলাদা। বলা হয়ে থাকে, বড় হওয়ার ইচ্ছে যার মনের ভেতরে জ্বলে, তাকে আটকে রাখা যায় না-পিয়াও তার জীবন্ত উদাহরণ। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে পিয়ার নাম প্রথমবারের মতো আলোচনায় আসে। সেখান...