মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রূপনগরের সরদার গার্মেন্টস ও কসমিক ফার্মা নামে দুটি প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ৬টি ইউনিট যোগ দেয়। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা খানম বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ১১টা ৩৫ মিনিটে প্রথম দুটি ইউনিট রওনা দেয়। পরে আরও ৬টি...