কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিনসহ নেতৃবৃন্দের উপস্থিতিতে নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি হিসেবে এস এম নিজাম ও মো. দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা কর আইনজীবী ফোরামের জেলা কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার রাতে নোয়াখালীর মাইজদী বাজারস্থ নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন করা হয়। নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট মো. সোহাগ। সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং মো. মহসিন মানিক। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন অ্যাডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, অ্যাডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, অ্যাডভোকেট তাজ হোসেন...