সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে। প্রায় ১২৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভান্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে। নতুন এই সোনার খনি সৌদি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তবে ইসলামি গবেষকদের একাংশ এই আবিষ্কারকে কেয়ামতের আলামত হিসেবে উল্লেখ করায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাদিন’ জানিয়েছে, মক্কার মানসুরা-মাসারা স্বর্ণখনির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা গেছে—প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০.৬ গ্রাম পর্যন্ত সোনা রয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ডে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে বিবেচিত। মাদিনের প্রধান নির্বাহী রবার্ট উইল বলেন, “এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণমানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয়, প্রযুক্তিগত...