চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন মঙ্গলবার (১৪ অক্টোবর) জানিয়েছেন, ভোট গণনা দুই লেয়ারে হবে এবং ১৫ অক্টোবরই ফলাফল ঘোষণা করা হবে। ড. কামাল উদ্দিন বলেন, “আমাদের ব্যালট পেপার আর রঙ এখনও গোপন রাখা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভোটের আয়োজন করা হয়েছে। গণনা চলাকালীন সময়ে সব প্রার্থীর প্রতিনিধি থাকবেন, এবং ভোটের সময় পরিদর্শক ও গণমাধ্যমকর্মীদের অবাধ চলাচলের সুযোগ থাকবে।” চাকসুর সপ্তম নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন। কেন্দ্রীয় সংসদে ২৬টি পদ রয়েছে, যার মধ্যে ভিপি ও জিএস-এর পদ অন্তর্ভুক্ত। ১৫টি হল ও হোস্টেল সংসদে ১৪টি করে পদ রয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮...