প্রথমে একটি জিপলক ব্যাগে বিস্কুটগুলো নিয়ে বেলন দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিন। এখন একটি পাত্রে ঢেলে গলানো মাখন মিশিয়ে নিন। একপাশে রেখে দিন। তারপর স্ট্রবেরি সস তৈরি করুন। একটি ফ্রাইপ্যানে কুচানো ফ্রোজেন স্ট্রবেরি, চিনি ও লেবুর রস দিন। হালকা আঁচে ৫-৬ মিনিট রান্না করুন। এরপর চামচ দিয়ে সামান্য মেখে নিন। ঠান্ডা হতে দিন। আপনার স্ট্রবেরি সস প্রস্তুত। এবার পরিবেশনের গ্লাসে প্রথমে এক চামচ স্ট্রবেরি আইসক্রিম দিন ও সমান করে ছড়িয়ে দিন। তার ওপর গুঁড়া করে রাখা বিস্কুটের একটি স্তর দিন। এখন দিন স্ট্রবেরি সস, তারপর হুইপিং...