চলচ্চিত্র জগতে পা রাখা সমস্ত নবীন অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। খিলাড়ি’খ্যাত এই অভিনেতা প্রযোজকদের সঙ্গে ‘থ্রি-ফিল্ম ডিল’ বা তিন-ছবির চুক্তিতে আবদ্ধ হওয়া থেকে নবাগতদের বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেছেন। এ চুক্তিগুলো কীভাবে উঠতি তারকাদের ক্যারিয়ারের শুরুতেই জটিলতা সৃষ্টি করতে পারে, সেই বিষয়েই আলোকপাত করেন অক্ষয়। তিনি স্পষ্টভাবে বলেন, ‘আমি সমস্ত নবাগত এবং আগামী দিনের নবাগতদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলতে চাই যে, কোনো প্রযোজকের সঙ্গে কখনোই তিনটি ছবির চুক্তিতে সই করবেন না।’ এই সতর্কবার্তার প্রসঙ্গে তিনি আরিয়ান খানের নির্মিত সাম্প্রতিক নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’র কথা উল্লেখ করেন। সিরিজটি এমন এক নবাগত অভিনেতার গল্প বলে, যে প্রযোজকদের সঙ্গে এই ধরনের চুক্তির বেড়াজালে জড়িয়ে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। অক্ষয় কুমার বলেন, ‘আপনারা নিশ্চয়ই “দ্য...