গ্ল্যামারের ঝলকানির দুনিয়ায় কিছু মানুষ আছেন, যারা নিজের উপস্থিতি দিয়ে নয়, বরং কাজের মাধুর্য দিয়ে জায়গা করে নেন মানুষের মনে। অভিনেত্রী নাজিফা তুষি তেমনই এক নাম-যিনি ধীরে ধীরে, নিঃশব্দে কিন্তু আত্মবিশ্বাসের দৃঢ়তায় জয় করে নিচ্ছেন দর্শকের হৃদয়। আজ তার জন্মদিন। এই দিনে ফিরে দেখা যাক তার পথচলার গল্প-যেখানে আছে সাহস, সংগ্রাম আর অনুপ্রেরণার মিশেল। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে ঢাকায় জন্ম নেওয়া নাজিফা তুষি ছোটবেলা থেকেই ছিলেন কৌতূহলী ও আত্মবিশ্বাসী। অভিনয় বা মডেলিংয়ের জগতে আসার ইচ্ছে ছিল, কিন্তু তিনি জানতেন-শুধু ইচ্ছাই যথেষ্ট নয়, প্রয়োজন দক্ষতা আর অধ্যবসায়। তাই খুব হিসেব করে, ধীরে ধীরে নিজের পথ গড়ে তোলেন তিনি। ২০১৬ সালে বিউটি পেজেন্ট ‘লাক্স সুপারস্টার’-এ রানারআপ হয়ে আলোচনায় আসেন তুষি। সেই প্রতিযোগিতা শুধু তার সৌন্দর্য নয়, মেধা ও ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। আর...