নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম-দুর্নীতির কারণে বেশ কিছু ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থার অবনতি ঘটে, যার ফলে বাংলাদেশ ব্যাংক প্রাথমিকভাবে ৯টি এনবিএফআই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশের বড় অঙ্কের প্রাতিষ্ঠানিক আমানতও আটকে রয়েছে দুর্বল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে। পাঁচটি মার্জারপ্রাপ্ত দুর্বল ব্যাংকের কাছে রয়েছে প্রায় ৩৭ হাজার কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর)। এছাড়া ২০টি দুর্বল এনবিএফআই-তে আটকে আছে ১৬ হাজার কোটি টাকার বেশি প্রাতিষ্ঠানিক আমানত, যার মধ্যে ৯টি প্রতিষ্ঠান অতি দুর্বল হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে পাওনা ১০ হাজার ১৮৫ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের কাছে ৮ হাজার ৬৩১ কোটি, এক্সিম ব্যাংকের কাছে ৮ হাজার ১৫৭ কোটি, সোস্যাল ইসলামী...