বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতির মধ্যেও নানা কল্যাণমূলক ও অবকাঠামোগত বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব-নির্বাচিত কমিটি। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নেতৃত্বাধীন এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যত ‘শূন্য ব্যালেন্সে’ পরিচালিত হচ্ছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে কোনও প্রশাসনিক বা কার্যক্রমভিত্তিক অর্থ সহায়তা পায়নি ডাকসু। এমন পরিস্থিতিতে কমিটি তাদের ঘোষিত ৩৬টি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘বহিরাগত পৃষ্ঠপোষক’ মডেল গ্রহণ করেছে। নতুন কমিটি দায়িত্ব নেওয়ার প্রথম মাসে পরিকল্পনা ও কাঠামো দাঁড় করাতে সময় ব্যয় হওয়ায় ট্রায়াল প্রকল্প চালু, ডাকসু ভবন সংস্কার, চিকিৎসা ক্যাম্প আয়োজন ও আবাসিক হলের ছারপোকা নিধন কার্যক্রম শুরু হলেও কোনও প্রতিশ্রুতি পুরোপুরি পূরণ সম্ভব হয়নি। এ প্রসঙ্গে ডাকসু সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম বলেন, ‘ডাকসু এতদিন নিষ্ক্রিয় ছিল, তাই শূন্য থেকে শুরু করতে হয়েছে। প্রথম...