ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে ভারত সহজেই জিতবে তা অনুমান করা গিয়েছিল সোমবার বিকেলেই। ঠিক হয়েছে তেমনটাই। মঙ্গলবার সকালেই ৭ উইকেটের জয় তুলে নেয় শুভমান গিলের দল। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। সে তুলনায় দিল্লিতে ভালো পারফর্ম করেছে রোস্টন চেজের দল।জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সোমবার ১ উইকেটে ৬৩ রানে দিনের খেলা শেষ করেছিলেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। আজ পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাকি ৫৮ রান তুলে নিয়ে শুধু আনুষ্ঠানিকতা সেরে ফেলাটা বাকি ছিল ভারতের।মঙ্গলবার জয়ের জন্য বাকি ৫৮ রান তোলার পথেই ভারত আরও ২ উইকেট হারায়। পঞ্চম দিনে ১১তম ওভারে রোস্টন চেজের বলে স্লিপে সুদর্শনের দারুণ ক্যাচ নেন শাই হোপ। ৩৯ রানে আউট হন সুদর্শন। অধিনায়ক শুবমান গিল...