হৃদরোগ (হার্ট ডিজিজ) এখনো বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর কারণ। অনেক সময় এটি কোনো লক্ষণ ছাড়াই আচমকা আঘাত হানে। কিন্তু যদি এমন একটি রক্ত পরীক্ষা থাকে যা আগে থেকেই হৃদরোগের ঝুঁকি শনাক্ত করতে পারে?সিআরপি (C-reactive protein) টেস্ট এমনই একটি সহজ পরীক্ষা, যা শরীরের ভেতরের ইনফ্ল্যামেশন (জ্বালাভাব) চিহ্নিত করে এবং সেইসঙ্গে হৃদরোগের ঝুঁকিও বুঝতে সাহায্য করে।সিআরপি (CRP) বা C-reactive protein হচ্ছে একটি প্রোটিন, যা শরীরের ভেতরে জ্বালাভাব বা ইনফ্ল্যামেশন হলে লিভার থেকে তৈরি হয়। স্বাভাবিকভাবে এটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার (ইমিউন সিস্টেম) অংশ। তবে দীর্ঘ সময় ধরে যদি সিআরপির মাত্রা বেশি থাকে, তাহলে এটা হৃদযন্ত্রের ধমনিতে (arteries) লুকানো জ্বালাভাবের ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে।চলুন জেনে নেওয়া যাক সিআরপি ও হৃদরোগের সম্পর্ক। সিআরপি নিজে হৃদরোগ করে না;...