নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুক (৫০) কে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদ ভবনের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার। পুলিশ জানায়, শহরের পলাশপাড়ায় জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে ২০২৪ সালের ২৬ আগস্ট হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় তিনি আগেও গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান। ওসি বলেন, জামিনে মুক্তির পরও ফারুক প্রকাশ্যে চলাফেরা করছিলেন এবং নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। এ কারণে আবারও তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বিস্ফোরক দ্রব্য...