ঢাকা: জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সম্প্রতি ভারতের তিনটি কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে। এই সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হয়েছিল। তবে এতে এমন একটি রাসায়নিক উপাদান পাওয়া গেছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।ডব্লিউএইচও জানায়, সংশ্লিষ্ট কফ সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি ক্ষতিকর রাসায়নিক উপাদান অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। সাধারণত এই রাসায়নিকটি কিছু ওষুধ তৈরিতে খুব সীমিত পরিমাণে ব্যবহার করা হয়। কিন্তু মাত্রা অতিক্রম করলেই এটি বিষক্রিয়ায় রূপ নিতে পারে এবং তা বিশেষ করে শিশুদের জন্য মারাত্মক প্রাণঘাতী হতে পারে।সতর্কবার্তায় উল্লেখ করা তিনটি কফ সিরাপ হলো:কোল্ডরিফ — প্রস্তুতকারী প্রতিষ্ঠান: শ্রেসান ফার্মাসিউটিক্যালরেসপিফরেশ টিআর — প্রস্তুতকারী প্রতিষ্ঠান: রেডনেক্স ফার্মাসিউটিক্যালরিলাইফ — প্রস্তুতকারী প্রতিষ্ঠান: শেপ ফার্মাডব্লিউএইচও সংশ্লিষ্ট...