যুক্তরাষ্ট্র সরকারে এবারের শাটডাউন দেশটির ইতিহাসের অন্যতম দীর্ঘ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন হাউসের রিপাবলিকান স্পিকার মাইক জনসন। শাটডাউনের ১৩তম দিনে এসে ক্যাপিটলে একা দাঁড়িয়ে স্পিকার জনসন বলেন, ট্রাম্প প্রশাসন কর্তৃক চাকরিচ্যুত হাজারো ফেডারেল কর্মীর বিষয়ে বিস্তারিত জানা ছিল না তার। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আগামীতে ‘বেদনাদায়ক’ ছাঁটাই আসছে বলে সতর্ক করেছেন। যদিও ছাঁটাইয়ের ঘটনায় মামলা করেছে কর্মী ইউনিয়নগুলো। শাটডাউনের বিষয়ে লুইজিয়ানার প্রতিনিধিত্ব করা আইনপ্রণেতা মাইক জনসন বলেন, ‘আমরা আমেরিকার ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনের দিকে খুব দ্রুত এগোচ্ছি।’ ক্ষমতাসীন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা দেখা না যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য চলতে পারে শাটডাউন। অর্থায়ন বন্ধ থাকায় সরকারের নিয়মিত অনেক কর্মকাণ্ড বন্ধ থাকার পাশাপাশি স্মিথসোনিয়ান জাদুঘরসহ অন্য নামি সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিমানবন্দরগুলোতে ফ্লাইটে বিঘ্ন দেখা যাচ্ছে।...