ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি। সেই সময়কে সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে জমে উঠেছে মনোনয়ন যুদ্ধ। ইতোমধ্যেই বিএনপি, সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা :ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি। সেই সময়কে সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে জমে উঠেছে মনোনয়ন যুদ্ধ। ইতোমধ্যেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। লিফলেট বিতরণ, গণসংযোগ, উঠান বৈঠক ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক প্রচারণা। তবে এ জেলায় বিএনপিতে যেমন রয়েছে একাধিক প্রার্থী ও দলীয় বিভেদ, তেমনি জামায়াতে ইসলামীর প্রতিটি আসনে প্রার্থী নির্ধারিত হয়ে তারা মাঠে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াত একসাথে আন্দোলন করলেও মনোনয়ন যুদ্ধে বিএনপির বিভক্তি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। জামায়াতের প্রার্থীরা এগিয়ে থাকতে পারেন।...